জীবনে ‘সমস্যা’ চান না নাতাশা, হার্দিকের সঙ্গে বিচ্ছেদে কি এবার সিলমোহর? ভিডিও ঘিরে হইচই

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বিশ্বকাপ জয়ের পর থেকে লাইমলাইটে হার্দিক পান্ডিয়া। তাঁকে নিয়ে চর্চা চলছেই। কিন্তু পাশে নেই স্ত্রী নাতাশা। বেশ কিছুদিন ধরেই হার্দিক-নাতাশার সংসারে ভাঙনের জল্পনা চলছে। আইপিএল পরবর্তী সময়ে তাঁদের ডিভোর্সের গুঞ্জন মাথাচাড়া দিয়েছিল। বিশ্বকাপের আসরেও হার্দিকের পাশে দেখা যায়নি নাতাশাকে। আর টি-২০ জেতার পর ফের হার্দিকের সঙ্গে স্ত্রী নাতাশা স্তানকোভিচও রয়েছেন আলোচনার কেন্দ্রে।

হার্দিক দেশে ফেরার পর চুটিয়ে সেলিব্রেশন হয়েছিল। সেখানে ছিলেন না নাতাশা। বাড়িতে ছেলে অগস্ত্যর সঙ্গে খুনসুটি করতে দেখা গিয়েছিল হার্দিককে। সেখানে তাঁর স্ত্রীকে দেখা যায়নি। সম্প্রতি অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের সঙ্গীত অনুষ্ঠানেও নাকি হার্দিককে একাই নাচতে দেখা গিয়েছে। তাহলে কি ক্রিকেটার-অভিনেত্রীর বিচ্ছেদ অবধারিত? ভারতের অলরাউন্ডার ক্রিকেটার দেশে ফেরার পর এই প্রশ্ন জোরালো হয়েছে। নাতাশার সাম্প্রতিক একটি ভিডিও যেন সেই জল্পনা আরও উসকে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *