মনের মানুষ পেয়ে গিয়েছেন, খুব শিগিগির বিয়ের পিঁড়িতে কুলদীপ যাদব

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: সবে টিম ইন্ডিয়ার হয়ে টি২০ বিশ্বকাপ জিতে দেশে ফিরেছেন কুলদীপ। বিশ্বজয়ের রেশ কাটার আগেই বেজে উঠতে চলেছে তাঁর বিয়ের সানাই৷ তিনি কি কোনও বলিউড অভিনেত্রীকে বিয়ে করেন? এমন জল্পনা ছড়িয়েছে সমাজমাধ্যমে। অবশেষে নিজেই সেই প্রশ্নের জবাব দিলেন কুলদীপ।

কাকে বিয়ে করছেন তা অবশ্য ফাঁস করেননি তারকা বোলার। তবে কনে যে অভিনেত্রী নন, তা স্পষ্ট করে দিয়েছেন তিনি। সাক্ষাৎকারে স্পষ্ট করেই বলেছেন, “খুব তাড়াতাড়ি বিয়ের খবর পাবেন। কিন্তু কোনও অভিনেত্রীকে বিয়ে করছি না। এমন এক জনকে বিয়ে করছি, যে আমার ও আমার পরিবারের খেয়াল রাখবে।”

দিল্লি ও মুম্বইয়ে সম্বর্ধনার গ্রহণের পর নিজের শহর কানপুরে ফিরেছেন কুলদীপ। ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত স্থানীয়রা। কানপুরেও বিরাট সম্বর্ধনা দেওয়া হয়েছে তাঁকে৷ এবার আরও এক সুখবর পেলেন কানপুরবাসী।