পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন নির্মলা সীতারমন, ঘোষণা হল দিন

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ২০২৪-২০২৫ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে চলেছে ২৩ জুলাই। তার একদিন আগেই শুরু হবে অধিবেশন। শনিবার এবিষয়ে জানালেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজেজু। তৃতীয়বার নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর এই প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে চলেছে।

বিগত দুবার একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছিল BJP। কিন্তু এবারের পরিস্থিতি অনেকটা ভিন্ন। কারণ এবার কেন্দ্রে এসেছে জোট সরকার। সেই কারণে এবারের পূর্ণাঙ্গ বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।

চলতি বছরে লোকসভা নির্বাচন ছিল। সেকারণে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ হয়েছে। তারপর লোকসভা নির্বাচনে জেতার পর ফের নতুন করে বাজেট পেশ করবেন নির্মলা সীতারমন। এই নিয়ে টানা ৭ বার বাজেট পেশ করবেন তিনি।