📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: এক মাস ধরে নানা ধরনের শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। ‘বহুরূপী’ ছবির শুটিংয়েও একাধিক বার অসুস্থ হয়ে পড়েছিলেন ঋতাভরী চক্রবর্তী। বমি, মাথা ঘোরার মতো উপসর্গ নিয়েও শুটিং চালিয়ে গিয়েছিলেন। কিন্তু প্রয়োজন ছিল জরুরি চিকিৎসার। বর্তমানে বিধাননগর এলাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। জানা গিয়েছে, শনিবার সকালেই অস্ত্রোপচার হয়েছে তাঁর ।
অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গিয়েছে, সাধারণ অম্বলের সমস্যা নিয়েই চিকিৎসকের কাছে গিয়েছিলেন অভিনেত্রী। পরীক্ষার পর জানা যায় পিত্তথলিতে পাথর রয়েছে তাঁর। তার পরেই হাসপাতালে ভর্তি করানো হয় অভিনেত্রীকে। চিকিৎসকের তরফে জানানো হয়েছে, অস্ত্রোপচার হয়েছে, অভিনেত্রী বিপন্মুক্ত। জ্ঞান ফিরেছে, আপাতত বিশ্রাম নিচ্ছেন। এই মুহূর্তে কথা বলার অবস্থায় নেই ঋতাভরী। অস্ত্রোপচারের পরে ২৪ ঘণ্টা চিকিৎসকের পর্যবেক্ষণে রাখা হবে তাঁকে। তার পরে চূড়ান্ত করা হবে, কবে হাসপাতাল থেকে ছাড়া পাবেন তিনি। হাসপাতালে নিয়মিত মেয়ের পাশে রয়েছেন মা শতরূপা সান্যাল।