জাতীয় দাবা মঞ্চে খেলতে খেলতে লুটিয়ে পড়লেন গ্র্যান্ডমাস্টার! বাংলাদেশে মর্মান্তিক কাণ্ড

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: জাতীয় দাবা প্রতিযোগিতার ১২তম রাউন্ডের খেলা চলছিল বাংলাদেশে। চলছিল গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের সঙ্গে গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের খেলা। দুপুর তিনটে নাগাদ খেলতে বসেছিলেন তাঁরা। আচমকা পৌনে ছ’টা নাগাদ, খেলতে খেলতেই লুটিয়ে পড়লেন জিয়াউর! সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মারা যান তিনি।

বাংলাদেশ দাবা ফেডারেশনের আসরে এমন মর্মান্তিক কাণ্ড ঘটে যাওয়ায় সকলেই স্তম্ভিত। ফেডারেশন সূত্রের খবর, খেলা চলছিল স্বাভাবিক ভাবেই। হঠাৎ জিয়া লুটিয়ে পড়লে তাঁর প্রতিপক্ষ উঠে এসে সঙ্গে সঙ্গে তুলে ধরেন তাঁকে। আরও অনেকেই এগিয়ে আসেন। সঙ্গে সঙ্গেই তাঁকে নিকটবর্তি শাহবাগের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

জানা গেছে, হাসপাতালে নিয়ে যেতেই চিকিৎসকরা তাঁর দেখভাল শুরু করেন। কিন্তু প্রায় ১৫ মিনিট পর্যন্ত তাঁর পালসই খুঁজে পাননি চিকিৎসকেরা। পরে তাঁরা জানান, হাসপাতালে আনার সময়ে প্রাণ ছিল না জিয়ার। হদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন আগেই। তাঁর বয়স হয়েছিল ৫০ বছর।

জিয়ার মত্যুসংবাদ পেয়েই তাঁর স্ত্রী-সহ সমস্ত সহ খেলোয়াড় কান্নায় ভেঙে পড়েন। এমন অকালমৃত্যুতে বাংলাদেশের দাবা জগতে তথা সমস্ত খেলার জগতে শোকের ছায়া নেমে এসেছে।