📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: স্মরণীয় হয়ে থাকবে বার্বেডোজের শেষ ওভার। যেখানে নায়কের নাম হার্দিক পান্ডিয়া এবং সূর্য কুমার যাদব। ওয়াংখেড়ের সংবর্ধনা মঞ্চে দাঁড়িয়ে জানালেন, টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা। এ যেন এক ব্যাটন বদলের সাক্ষী থাকল মুম্বইয়ের এই ঐতিহাসিক মাঠ। যেখানে টি-টোয়েন্টির প্রাক্তন অধিনায়ক ব্যাটন তুলে দিলেন এই ফরম্যাটের ভবিষ্যতের অধিনায়কের হাতে। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দল হিসাবে ভারত একমাত্র অপরাজিত চ্যাম্পিয়ন। তার কারণ, এই স্পেশাল দল। এই দাবির পাশাপাশি রোহিতের বক্তব্য, যত না তাঁরা এই বিশ্বকাপের জন্য আগ্রহী ছিলেন, তার থেকে বেশি আগ্রহী ছিল গোটা ভারত। এই বিশ্বকাপ জয় সবসময় তাঁর কাছে স্পেশাল হয়ে থাকবে।
এই ওয়াংখেড়েতে তাঁর কীর্তির শেষ নেই। কিন্তু বৃহস্পতিবারে ওয়াংখেড়ে যেন তাঁর কাছে অন্য স্মৃতি রেখে দিল। ভারতের কোচ হিসাবে শেষবারের মতো এই মাঠে নামলেন রাহুল দ্রাবিড়। দেশে ফিরে জানালেন, এটা দল নয়, এটা ছিল তাঁর পরিবার। আর সত্যিই রোহিতের ফোন না পেলে এই পরিবারের সঙ্গে তাঁর এই সময় কাটানো যেত না। ভবিষ্যতের ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়ে সাইন-অফ করলেন দ্রাবিড়।
সংবর্ধনা অনুষ্ঠানে ভারতীয় ক্রিকেটারদের হাতে বোর্ডের উপহার ১২৫ কোটি টাকা। আর ওয়াংখেড়ে প্রদক্ষিণ করে মাঠে থাকা দর্শকদের জন্য বিশ্বজয়ীদের উপহার সই করা বল। বার্বেডোজ থেকে মুম্বই। চার দিন পর শেষ হল একটা স্বপ্ন। শুক্রবার থেকে আবার নতুন বাস্তব।