রোহিত-রাহুলের হাত ছুঁয়েই বিশ্বজয় উদযাপন, প্রধানমন্ত্রীকে ১ নম্বর জার্সি উপহার

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: টি-টোয়েন্টি বিশ্বে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। বিশ্বকাপ নিয়ে দেশে ফিরেই নিমন্ত্রণ রক্ষা করতে প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছেছে টিম ইন্ডিয়া। এদিন দেখা হওয়ার পরই মোদীর হাতে ট্রফি তুলে দেন অধিনায়ক রোহিত শর্মা এবং কোচ রাহুল দ্রাবিড়। কিন্তু ওই ট্রফি ছুঁয়ে দেখেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী নিজের টুইটারে একটি ছবি পোস্ট করেছেন। ওই ছবিতে দেখা যাচ্ছে মোদীর হাতে রয়েছে ট্রফি। কিন্তু আদতে ওই ট্রফিতে মোদী হাত দেননি। বরং মোদী দু’জনের হাত ধরে ছবি তুলেছেন। যা দেখে অনেকেই মনে করছেন, বিশ্বকাপ অর্জন করতে হয়। সেই কারণেই সরাসরি ওই কাপ হাতে তুলে নেননি প্রধানমন্ত্রী।

এদিন নরেন্দ্র মোদীকে উপহার হিসেবে একটি বিশেষ জার্সি উপহার দেন বিসিসিআই সভাপতি রজার বিনি ও সচিব জয় শাহ। সেই জার্সির পিছনে লেখা নমো (NAMO) আর জার্সির নম্বর হল ১।