📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: রাজ্যে বর্ষা ঢুকতেই চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গি। কারণ ইতিমধ্যে রাজ্যের একাধিক জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে এই খবর জানা গিয়েছে।
জানা গিয়েছে ২৬ শে জুন পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১৩২৮ জন। এবং বিগত ৭দিনে রাজ্যে মোট১২৯ জন ডেঙ্গি আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। তারমধ্যে কলকাতায় আক্রান্তের সংখ্যা ১১৩ জন, উত্তর ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা ১৭৬ জন এবং মালদায় আক্রান্তের সংখ্যা ১৭৪ জন।
সূত্রের খবর, ইতিমধ্যে জেলাগুলিকে এবিষয়ে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। জানানো হয়েছে, যত দ্রুত সম্ভব ডেঙ্গি মোকাবিলায় পথে নামতে হবে পঞ্চায়েত এবং পুরসভাগুলিকে। ড্রেন, আবর্জনার স্তূপ এবং কোথাও যেন জল না জমে সেদিকেও নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।