📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ক্যাচ অব দ্য ম্যাচ। টি ২০ বিশ্বকাপের ফাইনালে সূর্যকুমার যাদবের একটা ক্যাচই ম্যাচের রং বদল করে দিয়েছে। দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলারের ওই শট যদি ফেন্সিং টপকে যেত, তা হলে ওভার বাউন্ডারিতে ম্যাচ হাতের বাইরে চলে যেত ভারতের।
এই ক্যাচ নিয়ে সমালোচনাও হচ্ছে। বলা হচ্ছে, সূর্য ক্যাচটি ধরার সময় তাঁর পা দড়িতে ঠেকে গিয়েছিল। দক্ষিণ আফ্রিকার শন পোলক তো ধারাভাষ্য দিতে গিয়েও বলেছেন, সূর্যর পা কুশনে ঠেকে গিয়েছিল। কিন্তু বিভিন্ন ক্যামেরায় দেখা গিয়েছে, কোথাও কোনওভাবে বাউন্ডারির দড়িতে পা ঠেকেনি সূর্যের।
বৃহস্পতিবার সকালে নয়াদিল্লিতে পা দেওয়ার পরেও সূর্যর ক্যাচ নিয়ে আলোচনা হয়েছে। কী দুরন্ত ক্যাচে তিনি খেলার মোড়ই ঘুরিয়ে দিয়েছেন। এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৭ নম্বর কল্যাণ মার্গে ভারতীয় দলের সঙ্গে সাক্ষাতে বিশেষভাবে কথা বলেছেন সূর্যকুমারের ওই ক্যাচ নিয়ে।