বদলে গেল জার্সি! প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে নতুন পোশাক পরলেন বিশ্বজয়ীরা

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: টি-২০ বিশ্বকাপ জয়ের অন্তত ১০৫ ঘণ্টা পর বৃহস্পতিবার ভোরবেলা দেশের মাটিতে পা রেখেছেন রোহিত, বিরাট, হার্দিকরা। দিল্লি পৌঁছে হোটেলে একটু বিশ্রাম নিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করতে যান তাঁরা। তবে যে জার্সি পরে দল বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, সেই জার্সি পরে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যায়নি টিম ইন্ডিয়া। পোশাক বদল হয়েছে তাঁদের।

এবারের টি-২০ বিশ্বকাপে ভারতের জার্সিতে চিরাচরিত নীল রঙের সঙ্গে লেগেছিল গেরুয়া ছোঁয়া। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে ভারতীয় দল যে জার্সি পরে দেখা করতে গেছে তাতে খুব বেশি বদল হয়নি। কিন্তু সামান্য পরিবর্তন করা হয়েছে। তবে সেই বদলটাই বিরাট! যে জার্সি পরে রোহিতরা চ্যাম্পিয়ন হলেন মূলত সেই জার্সিই পরেন তাঁরা, শুধু তাতে আলাদা করে লেখা হয়েছে ‘চ্যাম্পিয়নস’ এবং বিসিসিআই লোগোর ওপর একটি তারার বদলে যুক্ত করা হয়েছে আরও একটি তারা। অর্থাৎ দুবার বিশ্ব চ্যাম্পিয়ন।

error: Content is protected !!