আডবানি ফের হাসপাতালে ভর্তি, ক’দিন ধরে শরীর ভাল যাচ্ছে না প্রবীণ নেতার

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: প্রাক্তন উপ প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবানিকে ফের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সন্ধেয় তাঁকে দিল্লির বেসরকারি হাসপাতাল অ্যাপোলোতে নিয়ে যাওয়া হয়।

গত সপ্তাহেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দু’দিন পরই বাড়ি ফিরে আসেন। বুধবার সন্ধ্যার পর ফের তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। দেশের প্রাক্তন উপ প্রধানমন্ত্রী বিজেপি নেতা আডবানি বার্ধক্যজনিত অসুখে ভুগছেন। ভারতরত্ন আডবানির বয়স এখন ৯৬।

এর আগে যখন তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তখন তাঁর জন্য বিশেষ মেডিক্যাল টিম গঠন করা হয়েছিল। ছেড়ে দেওয়ার পরও তাঁকে বিশেষ পর্যবেক্ষণে রাখার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা। তবে এখন অ্যাপেলোর চিকিৎসক বিনীত সুরীর অধীনে চিকিৎসা চলছে প্রবীণ নেতার। ডাঃ সুরী জানিয়েছেন, আডবানির শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল।

তিন মাস আগেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু লালকষ্ণ আদবাণীর বাড়িতে গিয়ে তাঁর হাতে ভারতরত্ন পুরস্কার তুলে দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-সহ অনেকেই নেতার বাড়িতে উপস্থিত ছিলেন সেদিন।

ভারতীয় জনতা পার্টির উত্থানের পিছনে অন্যতম কান্ডারি লালকৃষ্ণ আদবাণী। ১৯৮৬ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত একাধিক দফায় বিজেপি সভাপতি ছিলেন তিনি। ১৯৯৯ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং ২০০২ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত দেশের উপপ্রধানমন্ত্রীর পদও সামলেছেন।