📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: শাহরুখ খানের মুকুটে আবারও নয়া পালক। লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালে সম্মানিত হতে চলেছেন কিং খান। সেখানে দেখানো হবে শাহরুখ খান অভিনীত দেবদাস ছবিটি।৭৭ তম লোকার্নো চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে কথা সাহিত্যিক শরৎ চন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস আশ্রিতছবিটি। ছবিতে নাম ভূমিকায় ছিলেন শাহরুখ খান। পার্বতী, চন্দ্রমুখী এবং চুনীলালের চরিত্রে ঐশ্বর্য রাই, মাধুরী দীক্ষিত এবং জ্যাকি শ্রফ। ২০২৩ টা যেন এসআরকে-রই বছর ছিল। সাড়ে ৪ বছর পর কামব্যাক, জওয়ান-পাঠান-ডাঙ্কি একের পর এক সুপারহিট ছবি দিয়ে নিজেকে প্রমাণ করেছেন বলিউড বাদশা।