রথে পুরীতে VIP দর্শনে নিষেধাজ্ঞা


📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: সামনেই রথযাত্রার উৎসব। পুরীতে ধুমধাম আয়োজন। পুরীর রথযাত্রা মানেই উপচে পড়া ভিড়। অন্যবার রথযাত্রার দিন জগন্নাথ-বলরাম-সুভদ্রার দর্শনে ভিআইপি দর্শন পরিষেবার সুযোগ পান ভক্তরা। তবে এবার সেই নিয়ম বদল হচ্ছে। এবার আর রথের দিন থাকবে না ভিআইপি দর্শন পরিষেবার সুযোগ। এই নিষেধাজ্ঞা জারি হয়েছে সরকারের তরফে। সরকারের এই সিদ্ধান্তে খুশি মন্দির কর্তৃপক্ষও।

error: Content is protected !!