📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: আষাঢ় মাসের শুক্ল পক্ষের দ্বিতীয়াতে শুরু হয় মহাপ্রভু জগন্নাথের রথযাত্রা। সঙ্গী থাকেন দাদা বলভদ্র এবং বোন সুভদ্রা। এই বছর রথযাত্রার দিন ৭ জুলাই। রথযাত্রা বললে প্রথমেই মনে আসে পুরীর জগন্নাথ ধামের নাম। বিশ্ব প্রসিদ্ধ এই স্থানটি বুঝি বাঙালির সবচেয়ে প্রিয় তীর্থস্থান। সারাবছরেই পুরীর আনাচ কানাচ জমজমাট থাকে বাঙালি পর্যটকের ভিড়ে। আর রথযাত্রার সময় বাঙালি দর্শনার্থীর পাশাপাশি দেশ ও বিশ্বের বহু পর্যটক এখানে এসে জড়ো হন। আর মাত্র ৫ দিন বাকি রথযাত্রার। মহাপ্রভু জগন্নাথ বলরাম সুভদ্রার রথ তৈরিতে পুরীতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
