উত্তরপ্রদেশে হাথরসে ধর্মীয় অনুষ্ঠানে পদপৃষ্টের ঘটনা, কমপক্ষে ২৫ জনের মৃত্যুর আশঙ্কা

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ফের খবরের শিরোনামে উত্তরপ্রদেশের হাথরস। এবার সেখানে এক ধর্মীয় অনুষ্ঠানে পদপৃষ্টের ঘটনায় কমপক্ষে ২৫ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ঘটনায় আহত আরও শতাধিক। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভিড়ের চাপে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় প্রাণ হারিয়েছেন মহিলা ও শিশু।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক ধর্মগুরুর সভায় যোগ দিয়েছিলেন সেখানকার মানুষ। সেই সময় এই বিপত্তি হয়। ভক্তদের সামনে ওই ধর্মগুরু ভাষণ দেওয়ার সময়ই বিশৃঙ্খলা সৃষ্টি হয়। হুডো়হুড়ির মধ্যে পড়ে গিয়ে পদদলিত হয়ে একের পর এক ভক্তের মৃত্যু হয় বলে জানা গিয়েছে।

এটওয়ার পুলিশ সুপার জানিয়েছেন, ইতিমধ্যেই মৃতদের দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। তিনি জানিয়েছেন, এই ঘটনায় কমপক্ষে ২৫ জনের মৃত্যু হয়েছে। তালিকায় রয়েছেন ২৩ জন মহিলা, একজন শিশু ও একজন পুরুষ। যদিও হাসপাতাল সূত্রে দাবি করা হয়েছে, মৃত্যু হয়েছে ২৭ জনের।