📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর হিন্দুত্ব মন্তব্য নিয়ে উত্তাল হল সোমবারের সংসদ। এদিন লোকসভায় রাহুলের অভিযোগ, যাঁরা নিজেদের হিন্দু বলেন, তাঁরা কেবল হিংসার কথা বলেন, ঘৃণার কথা এবং অসত্য কথা বলেন। রাহুলের এই মন্তব্যের বিরুদ্ধে রুখে দাঁড়ান স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাল্টা তিনি জানান, গোটা হিন্দু সম্প্রদায়কে হিংসাশ্রয়ী বলে দেগে দেওয়া খুবই বিপজ্জনক।
এদিন লোকসভায় হিন্দুত্বের ব্যাখা দিয়ে গিয়ে নানান দেব-দেবীর ছবি তুলে ধরেন বিরোধী দলনেতা। বিশেষ করে শিবের ছবি দেখিয়ে রাহুল জানান, প্রভু শিবের ছবি দেখতে বোঝা যায়, হিন্দুরা কখনও ভয় বা হিংসা ছড়াতে চান না। কিন্তু বিজেপি সবসময় ভয়, ঘৃণা ছড়িয়ে বেরায়। বিরোধী দলনেতার এই মন্তব্য আগুন ঘি ঢালে বলেই দাবি রাজনৈতিক মহলের।
ট্রেজারি বেঞ্চ থেকে এবার ঝাঁজিয়ে ওঠেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাহুল গান্ধীকে ক্ষমতা চাইতে হবে দাবি করেন। কারণ, অমিত শাহের দাবি, রাহুল গান্ধী জানেন না কোটি কোটি মানুষ নিজেকে গর্বভরে হিন্দু বলে থাকেন। কোনও ধর্মের সঙ্গে হিংসাকে জড়িয়ে দেওয়া ভুল। তাঁর ক্ষমা চাওয়া উচিত। এই প্রসঙ্গে এদিনও কংগ্রেসকে জরুরি অবস্থা নিয়ে বিঁধছে বিজেপি। এমনকী শিখ-বিরোধী হিংসার প্রসঙ্গকে উত্থাপন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।