চালু হচ্ছে বদলি নীতি! পঞ্চায়েত ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করতে বড় পদক্ষেপ রাজ্যের

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: চালু হচ্ছে বদলি নীতি! এবার পঞ্চায়েত দফতরে কর্মরত কোনও কর্মীই তিন বছরের বেশি একই গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতিতে থাকতে পারবেন না।

যাঁরা তিন বছরের বেশি সময় ধরে একই গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতিতে রয়েছেন তাঁদের দ্রুত বদলি করতে হবে। সূত্রের খবর, পঞ্চায়েত দফতর থেকে রাজ্যের প্রতিটি জেলার জেলাশাসকদের কাছে এই নির্দেশ পৌঁছেছে। কারা তিন বছরের বেশি সময় ধরে একই জায়গায় রয়েছেন তাঁদের তালিকা তৈরি করে দ্রুত বদলির নির্দেশ কার্যকরী করার কথাও বলা হয়েছে। জানা যাচ্ছে, পঞ্চায়েত ব্যবস্থাকে পুরোপুরি দুর্নীতিমুক্ত করতেই এই সিদ্ধান্ত। সম্প্রতি বেনিয়মের অভিযোগে মুর্শিদাবাদে পঞ্চায়েত সমিতির এক আধিকারিককে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন পঞ্চায়েতের একাংশ কর্মীর বিরুদ্ধে দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ ওঠে।

বছরের পর বছর একই জায়গায় পোস্টিং থাকায় অনেকে নিয়মিত অফিসেও যান না বলেও অভিযোগ। প্রশাসন মনে করছে, অনেক ক্ষেত্রে আবার দীর্ঘদিন একই জায়গায় থাকার ফলে পঞ্চায়েতের কর্মী এবং স্থানীয় পঞ্চায়েত সদস্যদের একাংশের মধ্যে অশুভ আঁতাত গড়ে উঠেছে। যার ফলে সরকারি পরিষেবা থেকে বহুক্ষেত্রে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ।

রাজ্যে এই মুহূর্তে ৩৩২টি পঞ্চায়েত সমিতি এবং ৩ হাজার ৩৪৩টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। আবাস, একশো দিনের কাজ-সহ নানা প্রকল্পের রূপায়ণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয় পঞ্চায়েত দফতরের কর্মীদের। বদলি নীতি চালু হলে একদিকে যেমন পঞ্চায়েতের কাজে গতি আসবে তেমনই অশুভ আঁতাত গড়ে ওঠা্র সম্ভাবনাও কমবে বলে মনে করছেন প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। তাঁদের মতে, এতে আখেরে লাভ হবে সাধারণ মানুষের। তাঁরা আরও বেশি করে পঞ্চায়েতের সুফলগুলি পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *