📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: কেনসিংটনে বিশ্বকাপ জিতে আন্তর্জাতিক T20 ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন বিরাট কোহলি। তার ঠিক কিছুক্ষণ পরই T20 ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন ভারত অধিনায়ক রোহিত শর্মাও। ম্য়াচের পর দলের হয়ে সাংবাদিক বৈঠকে নিজের সিদ্ধান্তের কথা জানালেন হিটম্যান। এরপর দেশের জার্সিতে শুধু টেস্ট ও ওয়ানডে ক্রিকেটেই দেখা যাবে বিরাট ও রোহিতকে।
এবার বিশ্বকাপে দুরন্ত ফর্মে ছিলেন রোহিত। সুপার এইটের ম্যাচে তাঁর ব্যাট থেকে আসে ৪১ বলে ৯২ রানের ইনিংস। রোহিত ফাইনালের পর জানান, “এটা আমার শেষ ম্যাচ। এর থেকে ভাল বিদায় হয় না। এই শব্দগুলো উচ্চারণ করা যদিও কঠিন। আমরা এই কাপ জিততে চেয়েছিলাম। সেটা পেরেছি।” ২০০৭ বিশ্বকাপে দলের সদস্য ছিলেন। এবার অধিনায়ক হিসেবে দেশকে বিশ্বকাপ এনে দিলেন রোহিত শর্মা। T20 ক্রিকেটে সর্বাধিক সেঞ্চুরির রেকর্ডও আছে রোহিতের নামের পাশে।