বার্বাডোজে বিশ্বজয় ভারতের, ১৭ বছর পর ভারতের ঘরে T20 বিশ্বকাপ

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ১৭ বছর পর ভারতের ঘরে এল T20 বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে উড়িয়ে বিশ্বকাপ জয় টিম ইন্ডিয়ার। আর এই জয়ে আনন্দে মাতল দেশ। বার্বাডোজে রোহিত-বিরাট-হার্দিকদের আনন্দে সামিল কলকাতাও। গান, নাচ, ঢাক বাজিয়ে চলল উৎসব। বালিগঞ্জ, বেহালা, শ্যামবাজার, যাদবপুর, টালিগঞ্জ, বাঘাযতীনের মতো একাধিক এলাকায় পথে নামলেন ক্রিকেটপ্রেমীরা। তেরঙা ও টিম ইন্ডিয়ার জয়ধ্বনি রাস্তায়। শুধু কলকাতা নয়, একাধিক জেলাতেও চেনা ছবি ধরা পড়ল।

১৯ নভেম্বর, ২০২৩। ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হার। আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ১৫০ কোটি মানুষের মন ভেঙে গিয়েছিল সেদিন। মাত্র ৭ মাসের মধ্যে T20 বিশ্বকাপ ফাইনাল। উদ্বেগ ছিল। রুদ্ধশ্বাস ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দ্বিতীয়বার T20 বিশ্বকাপ জিতে নেয় ভারত। ভারতীয় সময় ঘড়ির কাঁটা তখন রাত ১১টা ৩৩ মিনিট। ভারত জিততেই বাজির আওয়াজ। এরপরই একাধিক এলাকায় জাতীয় পতাকা, ঢাক, ঢোল নিয়ে ছোট শোাভাযাত্রাও বেরোতে দেখা যায়। কিশোর, যুবক, প্রবীণ- সবাই এই আনন্দে সামিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This will close in 0 seconds