📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: গোটা বাংলাতেই প্রবেশ করেছে বর্ষা। তার ফলে আগামী কয়েকদিন রাজ্যের সমস্ত জেলায় বৃষ্টির পূর্বাভাস। রবিবার দক্ষিণবঙ্গের পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে হলুদ সতর্কতা, উত্তরবঙ্গের জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ারে কমলা সতর্কতা জারি করা হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী রবিবার ৩০ তারিখ সোম এবং মঙ্গলবারও দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে।
কলকাতায় রবিবার সকাল থেকেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু। হাওয়া অফিস জানাচ্ছে, আকাশ মূলত মেঘলা থাকবে। সঙ্গে দিনভরই হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি। এদিন শহরের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ৩১.৬ ডিগ্রি এবং ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।