মমতার বিরুদ্ধে মানহানির মামলা করছেন রাজ্যপাল! বাংলার আর্থিক অবস্থা নিয়েও বড় অভিযোগ বোসের

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: দুই নব নির্বাচিত বিধায়কের শপথ পাঠকে ঘিরে জটিলতা অব্যাহত। এরই মাঝে দিল্লি থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা করার হুঁশিয়ারি দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। একই সঙ্গে বাংলার আর্থিক অবস্থা নিয়েও কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের কাছে বড় অভিযোগ করেছেন বোস। পরে টুইটার হ্যান্ডেলে নিজেই একথা জানান বোস।

রাজ্যপালের অভিযোগ, “মমতা বন্দ্যোপাধ্যায় বারবার মিথ্যা কথা বলে আমার চরিত্র হনন করেছেন। এটা মেনে নেব না। উনি সব সীমা লঙ্ঘন করেছেন। আমি ওর বিরুদ্ধে মানহানির মামলা করব।”

ঘটনার সূত্রপাত, কিছুদিন আগে রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছিলেন রাজভবনেরই এক মহিলা কর্মী। বোসের বিরুদ্ধে থানাতেও অভিযোগ জানিয়েছিলেন ওই মহিলা। সে সময় মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গিয়েছিল, “রাজভবন নিয়ে যা সব শুনছি। আমি আর ওখানে যাব না। প্রয়োজনে রাস্তায় গিয়ে দেখা করে আসব।”

লোকসভা ভোটের সঙ্গেই রাজ্যের ভগবানগোলা ও বরাহনগর বিধানসভায় উপ নির্বাচন হয়। তৃৃণমূলের জয়ী প্রার্থী রেয়াত হোসেন সরকার এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়দের শপথ বাক্য পাঠ করার জন্য রাজভবনে ডেকে পাঠান রাজ্যপাল। সায়ন্তিকারা অবশ্য তাতে রাজি হননি। ওই প্রসঙ্গে গত বৃহস্পতিবার ফের মুখ্যমন্ত্রী বলেন, “রাজভবনে কেন সবাই যাবে? রাজভবনে যা কীর্তি কেলেঙ্কারি চলছে… তাতে মেয়েরা যেতে ভয় পাচ্ছে বলে আমার কাছে অভিযোগ এসেছে।”

মুখ্যমন্ত্রীর ওই মন্তব্যের প্রতিবাদেই মানহানির মামলা করার কথা জানিয়েছেন বোস। যার জবাবে কড়া প্রতিক্রিয়া এসেছে তৃণমূল শিবির থেকে। তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, “চিৎকার করলে সত্যিটা মিথ্যে হয়ে যাবে না। রাজভবনেরই এক মহিলা কর্মী রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছেন। ক্ষমতা থাকলে উনি হাফ ভিডিও ফুটেজ না দেখিয়ে পুরো ভিডিও ফুটেজ জনসমক্ষে আনুন।”

বুধবার থেকে দিল্লিতে রয়েছেন রাজ্যপাল। শনিবারই দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সঙ্গে বৈঠকও করেন। এরপরই বাংলার আর্থিক অবস্থা নিয়ে টুইটার হ্যান্ডেলে রাজ্যপাল লিখেছেন, ‘আর্থিক ভাঙনের মুখে পশ্চিমবঙ্গ’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *