📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: TodayStory খবর করেছিল। তার জেরে তদন্ত শুরু করেছিল পুলিশ। কি ভাবে মৃত্যু হয়েছিল বৌবাজারের ছাত্রাবাসে নিহত ইরশাদ আলমের, তারই ইঙ্গিত দিল কলকাতা পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট থেকে প্রাথমিক ভাবে পুলিশ জেনেছে, ‘হাইপোভলিউমিক শক’-এর কারণে মৃত্যু হয়েছে যুবকের। হার্ট-সহ শরীরের বিভিন্ন অংশে পর্যাপ্ত পরিমাণে রক্ত বা ‘ফ্লুইড’ (তরল পদার্থ) না পৌঁছলে এই শারীরিক অবস্থা তৈরি হয়। মনে করা হচ্ছে, শরীরে একাধিক আঘাতের কারণে এ রকম হয়েছে।