📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: কলকাতার ধর্মতলা নিউ মার্কেট চত্বরে হকারদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষ। প্রতিবাদে এনএন ব্যানার্জি রোডে রাস্তা অবরোধ ব্যবসায়ীদের। পাল্টা তৃণমূলের পতাকা নিয়ে বিক্ষোভ হকারদেরও। এর ফলে বিকেলে অবরুদ্ধ হয়ে পড়ে ধর্মতলার একাংশ। পরিস্থিতি মোকাবিলায় পুলিশের বড় বাহিনী ঘটনাস্থলে এসে পৌঁছয়। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দেয় পুলিশ। পুলিশের চেষ্টায় আপাতত অবরোধ তুলে নিলেন ব্যবসায়ীরা।
ঘটনার সূত্রপাত শুক্রবার সকালে। নিউ মার্কেট চত্বরে স্থায়ী পার্কিংয়ে গাড়ি রাখতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে রেহান খান নামের এক হকার নেতার বিরুদ্ধে। ব্যবসায়ীদের দাবি, নিউ মার্কেট থানার ওসির নির্দেশেই তিনি এই কাজ করছেন বলে দাবি করেন ওই হকার নেতা। এর পরেই রাস্তায় নেমে বিক্ষোভ দেখান স্থায়ী ব্যবসায়ীরা। কিন্তু সেই সময় হকার নেতা সইফ খানের নেতৃত্বে একদল লোক ব্যবসায়ীদের উপর চড়াও হয় বলে অভিযোগ। পরেই পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে। ব্যবসায়ীদের একাংশ নিউ মার্কেট থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। থানা ঘেরাও করা হয়। তার পরেই ব্যবসায়ীরা এসে এসএন ব্যানার্জি রোডে রাস্তা অবরোধ করেন। এর ফলে ধর্মতলার একাংশ পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। শুরু হয় যানজট। ব্যবসায়ীদের বক্তব্য, তাঁরা নিরাপত্তার অভাব বোধ করছেন। যত ক্ষণ না পর্যন্ত অভিযুক্ত হকারদের গ্রেফতার করা হচ্ছে, তত ক্ষণ পর্যন্ত তাঁরা রাস্তা অবরোধ চালিয়ে যাবেন।