বৌবাজারের ছায়া সল্টলেকে, মোবাইল চোর সন্দেহে পিটিয়ে খুন যুবককে, আটক ৩

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বৌবাজারের পর এবার সল্টলেক। মোবাইল চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল কয়েকজন যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সল্টলেকের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পোলেনাইটে। ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে। মৃত যুবকের নাম প্রসেন মণ্ডল।

জানা গিয়েছে, মোবাইল চোর সন্দেহে ওই যুবককে গণপিটুনি দেওয়ার অভিযোগ ওঠে কয়েকজন যুবকের বিরুদ্ধে। শনিবার সকালে সল্টলেকের করুনাময়ী এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়।

এদিকে প্রসেনকে যে ব্যক্তি ভর্তি করতে এসেছিলেন তাঁকে প্রথমে আটক করা হয়েছিল। ওই যুবককে জিজ্ঞাসাবাদ করে আরও দুজনকে আটক করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *