📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: পুজোর ঢাকে এখন থেকেই কাঠি বাজিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নের প্রশাসনিক বৈঠকে রাজ্যে পর্যটন সচিব নন্দিনী চক্রবর্তীকে তাঁর নির্দেশে, কে কোন থিম করছে এখন থেকে খবর নিতে। ক্যালেন্ডার বলছে, পুজো আসতে বাকি রয়েছে আরও চার মাস।
এদিন প্রশাসনিক বৈঠকে হাজির ছিলেন নন্দিনী। বেআইনি উচ্ছেদের মাঝেই তাঁকে পুজোর ব্যাপারে খোঁজ নিতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, এখন থেকেই খোঁজ রাখতে হবে। না হলে সুষ্ঠভাবে পুজো দেখা যাবে না। কারণ, এবার বাংলায় পুজো দেখতে আরও লোক আসবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
ইউনেসকোর থেকে হেরিটেজ সম্মান পাওয়ার পর কলকাতার পুজোর চমক আরও বেড়ে গিয়েছে। থিম এবং সাবেকির লড়াইয়ে লোক টানাটানি বেড়েছে উত্তর থেকে দক্ষিণে। গত কয়েক বছরে ভিড়ের চাপে বেশ কয়েকটি পুজো বন্ধ করে দিতে হয়েছিল। এবার সেই ঝুঁকি আর চাইছেন না মুখ্যমন্ত্রী। তাই প্রায় চার মাস আগে থেকেই প্রশাসনকে পুজো নিয়ে প্রস্তুতি শুরু করতে বলছেন।