📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বার্বাডোজে পৌঁছে গেল টিম ইন্ডিয়া। শনিবার এই বার্বাডোজেই T20 বিশ্বকাপ ফাইনাল। গুয়ানায় সেমিফাইনাল শেষ হওয়ার ১২ ঘণ্টার মধ্যেই ফাইনাল নিয়ে ভাবতে শুরু করে দিল টিম ইন্ডিয়া। শনিবার এই ম্যাচ জিতলে আইসিসি ট্রফির খরা কাটবে ভারতের।
৬৮ রানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। এবার তাঁদের মুখোমুখি দক্ষিণ আফ্রিকা। শুক্রবার সংবাদ সংস্থা ANI একটি ভিডিয়ো প্রকাশ করেছে। ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, বার্বাডোজ়ে হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরা, অক্ষর প্যাটেলকে। এয়ারপোর্টে টিম বাস থেকে নামতে দেখা যায় ক্রিকেটারদের।
শুধু ক্রিকেটার নয়, দলের সঙ্গে দেখা যায় বোর্ড প্রেসিডেন্ট রজার বিনিকেও। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ১৭ বছর পর T20 বিশ্বকাপ জয়ের সামনে দাঁড়িয়ে টিম ইন্ডিয়া।