NEET বাতিল করে রাজ্যের হাতে দায়িত্ব দেওয়া হোক, প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: NEET বাতিলের দাবি করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, NEET তুলে দিয়ে মেডিক্যালে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষার দায়িত্ব দেওয়ার হোক রাজ্য সরকারকে।

NEET পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে উত্তাল সারা দেশ। ইতিমধ্যে বিহার থেকে দু-জনকে গ্রেফতার করেছে CBI। তদন্তে উঠে এসেছে, শুধু ডার্ক ওয়েবে কয়েক লাখ টাকার বিনিময়ে বিক্রি হয়েছে প্রশ্ন। কেন্দ্রের বিরোধী রাজনৈতিক দলগুলি সুর চড়া করেছে এই ইস্যুতে। এবার পরীক্ষা বাতিলের দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী।

ওই চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, সম্প্রতি NEET নিয়ে একাধিক অভিযোগ উঠেছে। কয়েক লাখ টাকার বিনিময়ে প্রশ্ন বিক্রি হয়েছে। সেই সব অভিযোগের তদন্ত হওয়া উচিত। এর পাশাপাশি ডাক্তারি পরীক্ষার ভর্তিতে যাতে প্রতিটি রাজ্যকে দায়িত্ব দেওয়া হয় সেবিষয়েও প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন তিনি।