প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ল দিল্লি এয়ারপোর্টের ছাদ, দুমড়ে গেল গাড়ি, মৃত্যু ১ জনের, আহত ৫

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি। শুক্রবার সকালে প্রবল বর্ষণে ভেঙে পড়ল দিল্লি বিমানবন্দরের এক নম্বর টার্মিনালের ছাদ। ছাদের চাঁই ভেঙে বেশ কয়েকটি গাড়ির উপর পড়ে। ঘটনায় ১ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন ৫ জন। শুক্রবার সকাল সাড়ে ৫টা নাগাদ ঘটনাটি ঘটেছে। এরপরই দিল্লির দমকল বিভাগে খবর দেওয়া হয়। শুরু হয় উদ্ধারকাজ।

ইতিমধ্যেই ঘটনার বেশ কয়েকটি ভিডিয়ো প্রকাশ্যে আসছে। বিমানবন্দরের ছাদ ভেঙে এক নম্বর টার্মিনালে কয়েকটি গাড়ি দুমড়ে-মুচড়ে গিয়েছে। গাড়ির ভিতরে থাকা একজনকে উদ্ধার করার চেষ্টা চলছে।

দিল্লি বিমানবন্দরের আধিকারিকরা জানিয়েছেন, আহতদের ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ধসে পড়া ছাদের ধ্বংসাবশেষ সরানোর চেষ্টা চলছে।

error: Content is protected !!