জামিন পেলেন হেমন্ত সোরেন, জমি সংক্রান্ত মামলায় গ্রেফতার করেছিল ED

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: জামিন পেলেন ঝাড়খন্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। জমি কেলেঙ্কারির অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছিল। ঝাড়খন্ড হাইকোর্টের তরফে তাঁর জামিন মঞ্জুর করা হয়েছিল।

চলতি বছরের ৩১ জানুয়ারি জমি সংক্রান্ত আর্থিক তছরুপের মামলায় গ্রেফতার করা হয়েছিল হেমন্ত সোরেনকে। ওই মামলায় আগেই ১ জন IAS অফিসার সহ মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছিল। তাঁর পদত্যাগের পরেই ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী পদে বসেন চম্পাই সোরেন।

ঝাড়খণ্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ৬০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের তদন্তে তাঁকে আটবার সমন পাঠিয়েছিল ইডি। এমনকি, তাঁর দিল্লির বাড়িতেও হানা দেওয়া হয়েছিল। সবশেষে ৩১ জানুয়ারি রাতে রাঁচিতে ED-র বিরাট দল গিয়ে হেমন্তকে গ্রেফতার করা হয়।

error: Content is protected !!