রাজ্য অনুমতি দিলেও শুভেন্দুরা ৩০ জুন রাজভবনের সামনে ধর্নায় বসবেন না! কেন? কী হল

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: রাজভবনের সামনে ধর্নায় বসার অনুমতি না দেওয়ায় পুলিশের বিরুদ্ধে হাইকোর্টে মামলা ঠুকেছিলেন শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার ওই মামলায় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে রাজ্য জানাল, আগামী ৩০ জুন বিরোধী দলনেতা রাজভবন চত্বরে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট পরবর্তী সন্ত্রাসে আক্রান্তদের নিয়ে অবস্থানে বসতে পারেন!

তাতে অবশ্য রাজি হলেন না শুভেন্দুর আইনজীবী। আদালতকে তিনি বলেন, রবিবারের পরিবর্তে শনিবার ধর্নায় বসার অনুমতি দেওয়া হোক। কারণ, রবিবার প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠান রয়েছে।

দিনক্ষণ নিয়ে সমস্যা এড়াতে বিচারপতি তারপরের রবিবার অর্থাৎ আগামী ৭ জুলাই ধর্নায় বসার কথা বলেন। যা শুনে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানান, “আমাকে রাজ্যের কাছ থেকে নির্দেশিকা নিয়ে আদালতকে জানাতে হবে।”

এরপরই বিচারপতি জানান, মামলার পরবর্তী শুনানি হবে আগামী মঙ্গলবার। সেদিন রাজ্যের তরফে এই সংক্রান্ত অনুমতির বিষয়ে জানাবেন অ্যাডভোকেট জেনারেল। ফলে রাজভবনের সামনে ধর্নায় বসার অনুমতি মিললেও দিনক্ষণের জটে ফের আটকে গেল বিরোধী দলনেতার ধর্না কর্মসূচি।

ভোট পরবর্তী হিংসায় ‘আক্রান্ত’দের নিয়ে রাজভবনের সামনে ধর্নায় বসতে চেয়ে পুলিশের কাছে আবেদন জানিয়েছিলেন বিরোধী দলনেতা। পুলিশ জানিয়েছিল, রাজভবন চত্বরে ১৪৪ ধারা রয়েছে। ধর্নায় বসতে দেওয়া যাবে না। অনুমতি না মেলায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি।

পদ্মশিবিরের তরফে যুক্তি ছিল, গত অক্টোবর মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলকে রাজভবনের সামনে ৫ দিন ধর্নায় বসার অনুমতি দিয়েছিল রাজ্য। সেই সময় পুলিশের তরফে তাঁকে বাধা দেওয়া হয়নি। শুধুমাত্র বিজেপি নেতা বলেই শুভেন্দুকে অনুমতি দেওয়া হচ্ছে না । যদিও রাজভবনের পরিবর্তে বিকল্প অন্য কোনও জায়গা খুঁজে বের করার নির্দেশ দিয়েছিল আদালত। তবে এদিন রাজ্য জানায়, ৩০ জুন রাজভবনের সামনে ধর্নায় বসতে পারেন বিরোধী দলনেতা।

error: Content is protected !!