📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: হকারে নরম, কিন্তু রাজ্যজুড়ে বে-আইনি পার্কিং নিয়ে বৃহস্পতিবারও কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। নবান্নের বৈঠক থেকে রাজ্যের সব বে-আইনি পার্কিং ভেঙে দিতে পুলিশকে নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই পার্কিংয়ের পিছনে তৃণমূলের যেমন হাত রয়েছে। মমতার অভিযোগ, বিজেপির লোকেরাই সবচেয়ের বেশি রাজ্যে বে-আইনি পার্কিং তৈরি করেছেন। মুখ্যমন্ত্রীর এই অভিযোগ উড়িয়ে দিয়েছে পদ্ম শিবির। কাউন্সিলরদের উদ্দেশে কড়া হুঁশিয়ারি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট জানিয়ে দেন, যে এলাকায় বেআইনি দখল করা হবে সেই এলাকার কাউন্সিলরদের গ্রেফতার করা হবে। তবে তিনি জানিয়েছেন যে কাউন্সিলর ভালো কাজ করবেন তাঁদের পুরষ্কৃতও করা হবে।
সোমবারের পর বৃহস্পতিবার ফের নবান্ন সভাঘরে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই বৈঠকে একাধিক নয়া নির্দেশিকাও দেওয়ার পাশাপাশি কাউন্সিলর এবং পুলিশকে কড়া বার্তা দিয়েছেন। কাউন্সিলরদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, “যতটুকু প্রয়োজন ততটুকু কাজে লাগান। লোভ করা ভালো নয়। লোভ সম্বরণ করুন। এক্ষেত্রে লোকাল যাঁরা আছেন নেতা, পুলিশ তাঁরা সবথেকে বেশি দায়ী। প্রথমে বসাচ্ছেন তারপর বুলডোজারদের দিয়ে উচ্ছেদ করতে যাবেন আমি সেটা মানি না। আমি যে পলিসি মানি তাতে প্রথম থেকেই রেস্ট্রিকশন করতে হবে। যে কাউন্সিলরের এলাকায় এটা চলবে সেই কাউন্সিলর অ্য়ারেস্ট হবেন।”
অন্যদিকে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “পুলিশের লোভ বেড়ে গিয়েছে আজকাল। তাঁরা হকারদের থেকে চাঁদা নিচ্ছে। মনে রাখবেন আমার দল টাকা চায় না। দরকার হলে মানুষের কাছে হাত পেতে ভিক্ষে করব।”