বৃহস্পতিবার সংসদে রাষ্ট্রপতির ভাষণ, শুধুই সরকারের ঢাক পেটানো হলে বাধা দেবে বিরোধীরা

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বৃহস্পতিবার সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন। নিয়ম হল নতুন লোকসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানের পর যৌথ সভায় ভাষণ দেন রাষ্ট্রপতি। ১৮তম লোকসভায় অধিবেশনে বৃহস্পতিবারই প্রথম ভাষণ দেবেন দ্রৌপদী মুর্মু।

রাষ্ট্রপতি, রাজ্যপালের মতো সাংবিধানিক প্রধানদের ভাষণ আসলে সরকারের বক্তব্য। রাষ্ট্রপতি কেন্দ্রীয় সরকারের লিখিত ভাষণ পাঠ করে থাকেন। বৃহস্পতিবারের ভাষণে রাষ্ট্রপতির মুখ দিয়ে নরেন্দ্র মোদী সরকার আগামী পাঁচ বছরের কাজের অভিমুখ ঘোষণা করবে। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, বাণিজ্য, সুরক্ষার মতো বিষয়ে সরকারের ভাবনার প্রতিফলন থাকে রাষ্ট্রপতির ভাষণে।