‘হকারদের আমি ভালবাসি, বিপদে ওঁরা এগিয়ে যান,’ উচ্ছেদের পর কী কী বিকল্প গড়ার কথা বললেন মমতা

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: গত দু’দিন ধরেই বুলডোজার অভিযান চলেছিল ও আশপাশের নানা এলাকায়। সোমবার মুখ্যমন্ত্রী ফুটপাত জবরদখল নিয়ে বিরক্তি প্রকাশ করার পরেই রীতিমতো তেড়েফুঁড়ে উঠেছিল পুরসভা ও পুলিশ। কিন্তু আজ, বৃহস্পতিবার নবান্নে ফের মিটিং করে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন, এভাবে বুলডোজার চালিয়ে রাতারাতি হকার উচ্ছেদ তিনি চাননি। বললেন, ‘হকারদের আমি ভালইবাসি।’

এদিন শহরে হকার উচ্ছেদ নিয়ে নির্দিষ্ট পলিসি ঠিক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গড়ে দেন কমিটিও। স্পষ্ট নির্দেশ দেন, হকারদের রুটিরুজি রক্ষা করেই যা করার করতে হবে সরকারকে। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী এদিন নির্দেশ দেন, গত দু’দিনে যে হকারদের সরিয়ে দেওয়া হয়েছে, তাঁদের একটা তালিকা তৈরি করতে হবে। তাঁরা স্থানীয় বাসিন্দা কিনা তা দেখে, তাঁদের সত্যিই আর কোনও রোজগারের পথ আছে কিনা সে কথা বিবেচনা করে, দরকারে অন্য জায়গায় দোকান করতে দিতে হবে। তিনি বলেন, ‘হকার উচ্ছেদ আমার লক্ষ্য নয়। আমি হকারদের যথেষ্ট ভালবাসি। রাস্তায় একটা দুর্ঘটনা ঘটলে, ইভটিজিংয়ের ঘটনা ঘটলে, হকার ভাইরা সবার আগে এগিয়ে যান। ফুটপাতে ৫০০০ টাকার জিনিস ৫০০ টাকায় পাওয়া যায়।’ মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘যেদিন সিপিএমের আমলে অপারেশন সানশাইন করে সব ভেঙে দিচ্ছিল, তখন আমি ওদের পাশে দাঁড়িয়েছিলাম।’

তাই হকারমুক্ত ফুটপাত গড়ার জন্য নির্দিষ্ট কিছু পদক্ষেপের কথা বলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘আমি একটা সিস্টেম তৈরি করতে বলেছি। হকারিটাও একটা ব্যবসা। তাঁদের পরিবারের কথাও আমাদের ভাবতে হবে। যত এরকম হকারদের বাজার আছে, তার একটা লিস্ট হবে। বেশি খরচ হয় না, এক-দেড় কোটি খরচ করলে একটা ভাল মার্কেট হয়ে যাবে। আমি প্ল্যান হাতে পেলে একটা ফান্ড অ্যালট করতে পারি। গরিব মানুষদের আনাজ বিক্রির জন্যও বাজার করে দেওয়া যায়। হকার জোন বিল্ডিং, হকার স্টল এবং বাজার তৈরি করা হবে।’

তিনি আরও বলেন, ‘আমি হকারদের বসার জায়গা দেব। কিন্তু কেউ যদি বলে গ্র্যান্ডের পাশেই বসব, তা হবে না। আজ থেকে সার্ভে শুরু হবে হাতিবাগান, গ্র্যান্ডের সামনে, নিউমার্কেটের সামনে, কর্পোরেশনের সামনে। অফিসারদের বলছি, দেখুন কীভাবে সর্টআউট করা যায়, সিস্টেমেটিক করা যায়।’ গত দু’দিন ধরে চলা উচ্ছদপর্ব মাথায় রেখে মুখ্যমন্ত্রী মনে করিয়ে দেন, ‘আমি বুলডোজার হাতে নিয়ে যেতে বলছি না। ববি, মলয় (মজুমদার), অরূপ, অতীন, দেবাকে বলছি এটা দেখতে।’

error: Content is protected !!