📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: হাসপাতালে দেশের প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী ও ভারতরত্ন লালকৃষ্ণ আডবানি। গুরুতর অবস্থায় ৯৬ বছরের বিজেপির বর্ষীয়ান নেতাকে দিল্লির এইমসে ভর্তি করা হয়েছে। তাঁর শারীরিক অবস্থার উপর নজর রাখছেন চিকিৎসকরা। তৈরি করা হয়েছে মেডিক্যাল বোর্ড। মূলত বার্ধক্যজনিত অসুখে ভুগছেন পদ্ম শিবিরের মার্গ দর্শক।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, জেরিয়াট্রিকস বিভাগে ভর্তি করা হয়েছে আডবানিকে। তাঁর হাসপাতালে ভর্তির খবর উদ্বেগ্ন রাজনৈতিক মহল। রাতেই হাসপাতালে যান বিজেপি নেতারা। লোকসভা ভোটের ফল প্রকাশের পরেই আডবানির সঙ্গে দেখা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
রাজনৈতিক মহলের দাবি, জোট সরকার কী ভাবে চলে, সেই ব্যাপারে বর্ষীয়ান নেতার থেকে পরামর্শ নিয়েছেন প্রধানমন্ত্রী। সম্প্রতি লালকৃষ্ণ আডবানিকে ভারতরত্ন সম্মানে ভূষিত করেছে কেন্দ্র।