📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিধাননগর, হাওড়া জুড়ে গত ৪৮ ঘণ্টা ধরে হকার ও বেআইনি জবরদখল উচ্ছেদ অভিযান চলছে। তা নিয়ে আবার শুভেন্দু অধিকারীরা যখন উষ্মা প্রকাশ করতে শুরু করেছেন, তখন দিদির সমর্থনে জোরালোভাবেই দাঁড়ালেন হকার নেতা মদন মিত্র।
মদন মিত্র বলেন, “মনে রাখতে হবে এটা অপারেশন সানশাইন নয়। সিপিএম জমানায় মারধর করে হকারদের তুলে দেওয়া হয়েছিল। এখন কোনও হকারকে মারধর করে তোলা হচ্ছে না। মাইকিং করে তুলে দেওয়া হচ্ছে।” তাঁর কথায়, “কেউ যদি এর পরেও উঠতে না চায়, তখনই একমাত্র পুলিশকে ফোর্স ব্যবহার করতে হচ্ছে। নইলে নয়।” যখন হকার উচ্ছেদ চলছে, তখন এদিন সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “হকারদের অমানবিকভাবে তুলে দেওয়া হচ্ছে। ওদের আগে থেকে নোটিস দেওয়া উচিত ছিল।”