দরকারে বুলডোজারের সামনে দাঁড়াবেন, উচ্ছেদ নিয়ে প্রতিক্রিয়া শুভেন্দুর

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বেআইনি উচ্ছেদ নিয়ে অবশেষে মুখ খুললেন রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার তাঁর অভিযোগ, উচ্ছেদের নামে অমানবিক কাজ করছে রাজ্য। এদিন তিনি জানিয়েছেন, তিনি বা তাঁর দল বেআইনি ভাবে সরকারি জমি অধিগ্রহণের পক্ষে নেই। কিন্তু রাজ্যের সর্বত্র নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে এই কাজ করতে হবে। তবে, কাজ হারানোদের পাশে দাঁড়িয়ে শুভেন্দুর আশ্বাস, দরকারে তিনি নিজে বুলডোজারের সামনে দাঁড়াবেন।

রাজনৈতিক মহলের দাবি, পুর পর্যালোচনায় দখলমুক্তির দাওয়াই দিয়ে মাস্টার স্ট্রোক দিয়েছিলেন রাজ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই দাওয়াইয়ে কার্যত দিশাহীন দেখিয়েছে বিরোধীদের। প্রায় দু দিন উচ্ছেদ চলার পর এই ব্যাপারে মুখ খুলতে হল শুভেন্দু অধিকারীকে। এদিন তিনি জানিয়েছেন, উচ্ছেদের এই ঘটনায় ওই পরিবারগুলির উপরে আর্থিক ক্ষতি নেমে এসেছে। যা কোনও ভাবেই সহ্য করা যায় না।

তবে পরিচ্ছন্নতার প্রশ্নে রাজ্যের মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তকেই কার্যত সমর্থন করেছেন শুভেন্দু। এই ব্যাপারে তাঁর পরামর্শ, একটা নির্দিষ্ট পদ্ধতি মেনেই দখলমুক্তির কাজ করুক সরকার। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার ফের নবান্নে বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

error: Content is protected !!