সবজির দাম ঊর্ধ্বমুখী, বাজার করতে গিয়ে নাকাল মধ্যবিত্ত বাঙালি

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: একদিকে দক্ষিণবঙ্গে অনাবৃষ্টি অন্যদিকে উত্তরবঙ্গে অতিবৃষ্টি। আর সেই কারণে ফলনে ঘাটতি। তার জেরে পকেটে টান পড়ছে মধ্যবিত্তের। বাজার করতে গিয়ে ফাঁকা ব্যাগ নিয়েই ফিরতে হচ্ছে খাদ্যরসিক বাঙালিকে। কারণ, নিত্য প্রয়োজনীয় সবজির যেভাবে দাম বেড়েছে তাতে ছেঁকা খেতে হচ্ছে আমজনতাকে।

শুধু কলকাতা নয়, রাজ্য়ের প্রায় সব জেলায় ছবিটা প্রায় একই। কাঁচা লঙ্কা যেখানে একমাস আগে দাম ছিল ৬০ থেকে ৮০ টাকা কিলো বুধবার তার দাম ১০০ থেকে ১২০ টাকা কিলো। টমেটো বিক্রি হচ্ছে ১১০ থেকে ১৩০টাকা কিলো দরে। চন্দ্রমুখী আলু ৪০ টাকা এবং জ্যোতি আলু ৩২ থেকে ৩৫টাকা কিলো দরে বিক্রি হচ্ছে। পটলের দাম রয়েছে ৫০ থেকে ৬০টাকা কিলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *