📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বিপদ বেড়েই চলেছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। মঙ্গলবার দিল্লি হাই কোর্টে তাঁর জামিনের আদেশের উপর স্থগিতাদেশ জারির পর পরই আর এক কেন্দ্রীয় এজেন্সি সিবিআই কেজরিওয়ালকে গ্রেফতার করল। তারা মঙ্গলবার তিহাড় জেলে গিয়ে দিল্লির মুখ্যমন্ত্রীকে দীর্ঘ সময় মদ কাণ্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করে। বেশি রাতে তাঁকে সরকারিভারে গ্রেফতার ঘোষণা করে সিবিআই। বুধবার একটু আগে কেজরিওয়ালকে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে হাজির করেছে সিবিআই। দিল্লির মুখ্যমন্ত্রী এখন ইডির মামলায় তিহাড় জেলে বন্দি।
এদিকে, বুধ অথবা বৃহস্পতিবার কেজরিওয়ালের জামিনের আবেদন সংক্রান্ত মামলার রায় দিতে পারে সুপ্রিম কোর্ট। গত সপ্তাহে শীর্ষ আদালত বলেছিল, ওই সংক্রান্ত মামলায় হাই কোর্টের রায় শোনার পর তারা পদক্ষেপ করবে। মঙ্গলবার দিল্লি হাই কোর্ট জানিয়েছে, নিম্ন আদালত দিল্লির মুখ্যমন্ত্রীর জামিন মঞ্জুর করার সময় ইডির পেশ করা নথি ঠিক মতো খতিয়ে দেখেনি।