📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: খাস কলকাতার এক অভিজাত ক্লাবের কর্তার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ। অভিযোগকারিণী ওই ক্লাবেই কর্মরত বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই ওই কর্তার বিরুদ্ধে শেক্সপিয়র সরণি থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
অভিযোগকারিণী জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরেই ওই ক্লাবে কাজ করেন। কিন্তু গত ১১ ফেব্রুয়ারি সকালের দিকে ওই কর্তা তাঁকে ডেকে পাঠান। অভিযোগ, এরপরেই ওই মহিলার সঙ্গে অভব্যতা করেন ওই ক্লাব কর্তা। তারপর থেকে একই ঘটনা বারবার ঘটে। তাঁর হাত ধরা হয় বলেও অভিযোগ। এরপরও ক্লাব কর্তৃপক্ষ কোনও পদক্ষেপ করেনি। অবশেষে থানায় অভিযোগ করেন ওই মহিলা। এই বিষয়ে কোনও মন্তব্য করেনি ক্লাব কর্তৃপক্ষ।