📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: সোমবার বন্ধ হয়ে গেল ব্রিটানিয়া কোম্পানির তারাতলায় অবস্থিত কারখানার উৎপাদন। তারাতলার উৎপাদন ইউনিটকে স্থানান্তরিত করা হল মহেশতলা ও হাওড়ার ধূলাগড়ে থাকা ব্রিটানিয়া কোম্পানির অন্য দুটি কারখানাতে। তার ফলে কাজ হারালেন ব্রিটানিয়ার বহু পূর্ণ সময়ের কর্মী। পূর্ণ সময়ের কর্মীদের ক্ষতিপূরণ দিয়ে স্বেচ্ছাবসর দেওয়া হয়েছে। তারাতলার কারখানাটি এবার থেকে গোডাউন হিসেবে ব্যবহার করবে ব্রিটানিয়া কোম্পানি। যেখানে চুক্তিভিত্তিক কর্মীরা কাজ করবেন।
কারখানা সূত্রে জানা গেছে, কলকাতা শহরে ট্রাক ঢোকা ও বেরোনোর সমস্যা হয়। তাই তারাতলায় থাকা কারখানাটি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। তারাতলায় ব্রিটানিয়ার কারখানা বন্ধের সিদ্ধান্ত নিয়ে জল্পনার মাঝেই এই বিষয়ে টুইট করে রাজ্যের তৃণমূল সরকারকে তোপ দাগলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। তিনি টুইট করেন, “আজ ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজের কারখানা বন্ধ হওয়ার বিষয়টি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে একসময়ে সংস্কৃতি ও মেধার দিকে সমৃদ্ধ বাংলা আজ অত্যন্ত বিশৃঙ্খলার মধ্যে রয়েছে।”