মাঠে গোল করালেন রোনাল্ডো, বাইরে তাতে মুগ্ধ হলেন কোচ

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বক্সের মধ্যে তখন তিনি আর তুরস্কের গোলকিপার। গ্যালারি অপেক্ষায় দ্বিতীয় ম্যাচে তাঁর পা থেকে গোলের। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আর আগের মতো নেই। যেখান থেকে তিনি সুযোগ পেয়েছিলেন, সেখান থেকে অবসরের পরেও চোখ বুঝিয়ে তিনি বল জালে ঠেলতে পারবেন। কিন্তু মানুষটাই এখন বদলে গিয়েছেন। নিজে গোল না করে, তুরস্কের বিরুদ্ধে তিনি গোল করালেন সতীর্থ ব্রুনো ফার্নান্ডেজকে দিয়ে। আর তাতে মুগ্ধ পর্তুগিজ কোচ রবার্টো মার্টিনেজ।

ম্যাচ শেষে তিনি জানিয়েছেন, যাঁরা ক্রিশ্চিয়ানো বিরুদ্ধে স্বার্থপর বলে অভিযোগ করেন, তাঁরা এবার দেখুন। এই গোল বিশ্বের সব ফুটবল অ্যাকাডেমির কাছে দলিল হিসাবে রেখে দেওয়া উচিত বলে মনে করেন পর্তুগালের কোচ। তুরস্কের বিরুদ্ধে তিন শূন্য গোলে জিতেছে পর্তুগাল। কিন্তু রোনাল্ডোর ওই গোল করানোর ঘটনাই মন জিতেছে মার্টিনেজের। ম্যাচের এই ঘটনাকেই সেরা বলে জানিয়েছেন তিনি।

গ্রুপের শেষ ম্যাচ পর্তুগাল খেলবে ২৭ জুন। নিয়মরক্ষার ম্যাচে প্রতিপক্ষ জর্জিয়া। ইতিমধ্যেই অবশ্য নকআউটে উঠে গিয়েছে ইউরোপের সবুজ-মেরুন। সৌজন্যে গোলের পিছনে ক্রিশ্চিয়ানোর রোনাল্ডোর সহযোগিতা। এতদিন তিনি ছিলেন ইউরোর সর্বোচ্চ স্কোরার। এবার তাঁর নামের পাশে যুক্ত হল গোলে সহযোগিতার করার ক্ষেত্রেও।