📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: অপেক্ষার অবসান | সাত সমুদ্দুর তেরো নদী পাড় হতে হল না রাজপুত্তুরকে , বরং মুম্বইয়ের সুমুদ্দুরের পারেই পরিণতি পেল দীর্ঘ সাত বছরের প্রেম | জাহিরের আঙুলে আংটি পরালেন সোনাক্ষী সিনহা| একসঙ্গে থাকার সম্মতি দিয়ে জুটিতে সই সাবুদ করলেন| স্নিগ্ধ সাদা সাজে নব দম্পতিকে দেখে চোখ জুড়িয়েছে নেটিজেনদের| ছিমছাম সামান্য সাজ সোনাক্ষীর| সাদা শাড়ি, মাথায় ফুল, আর ছিমছাম একটি নেকলেস, আর জাহিরের পরনে সাদা পাঞ্জাবি |
শুভ মুহূর্তের ছবি শেয়ার করে, এই প্রথম বোধহয় নিজের প্রেম নিয়ে সরাসরি মুখ খুললেন বলিউডের সোনা | সোনাক্ষী লিখলেন , সাত বছর আগে আজকের দিনেই দুজন দুজনের চোখে ভালবাসার শুদ্ধতম রূপ দেখেছিলেন তাঁরা| সাত বছর পর, সেই দিনেই ভবিষ্যতের জন্য অঙ্গীকার নিলেন সোনা-জাহির | সোনাক্ষী শেষে ও লিখলেন , ‘ভালবাসা আমাদের সমস্ত চ্যালেঞ্জ এবং বিজয়ের মধ্য দিয়ে পরিচালিত করেছে… এই মুহুর্ত পর্যন্ত নিয়ে গেছে… যেখানে আমাদের উভয় পরিবার এবং আমাদের উভয় দেবতার আশীর্বাদে… আমরা এখন স্বামী এবং স্ত্রী।’ পাপারাজ্জিদের জন্য মিষ্টিও পাঠিয়েছেন সোনাক্ষী ।