📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বলিউডের সোনার বিয়ে বলে কথা | সিনহা বাড়ি ‘রামায়ণ’-এ কার্যত উৎসবের মেজাজ | সাত বছরের দীর্ঘ প্রেম অবশেষে পেতে চলেছে পরিণতি | বিয়ের দিন সকালে একেবারে ফুরফুরে মেজাজে ঘুরে বেড়াচ্ছেন হবু কনে | নেটিজেনরা ছবি দেখে বলছেন ‘Coolest Bride’ | ঢিলেঢালা সাদা শার্ট, ব্যাগি জিনস আর চোখে চশমা এঁটে বিয়ের ভেন্যুতে দেখা গেল সোনাকে |তবে বর মশাইও কম কুল নন | তিনিও ধরা পড়লেন বিয়ের দিন সকালে | গাড়ির মধ্যে এক ঝলক দেখা গেল জাহিরকেও | পরনে চেক শার্ট, চোখে চশমা আর মাথায় টুপি | ক্যাজুয়াল লুকে সকাল সকাল হাজির জাহির|
এদিকে সোনাক্ষী জাহিরের বিয়ের পোশাকও এক ঝলক দেখা গিয়েছে | গোলাপি লেহেঙ্গা, সাদাটে একটি কুর্তা প্যাক করা অবস্থায় পৌঁছে গিয়েছে সোনাক্ষীর বাড়িতে | এখন কেবল বিয়ের সাজে নবদম্পতিকে দেখার অপেক্ষা |