নতুন বাড়িতেই করবেন রেজিস্ট্রি, বিয়ের আগে মসজিদে জাহির, পৌঁছলেন সোনাও

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: রবিবার ডি ডে| দীর্ঘ সাত বছর প্রেমের পর আজ চার হাত এক হওয়ার দিন সোনাক্ষী সিনহা এবং জাহির ইকবালের | গত দুই দিন ধরেই চলছে প্রাক বিবাহ পর্ব| আজ শুভ দিন, বিয়ে করতে যাওয়ার আগে প্রথা মেনে প্রার্থনা করতে মসজিদে গেলেন জাহির। সূত্রের খবর, আগে সই সাবুদ করে বিয়ে সারবেন সোনা এবং জাহির| তারপর মুম্বইয়ের বিলাসবহুল রেস্তোরাঁ বাস্তিয়ানে বসবে গ্র্যান্ড রিসেপশনের আসর|

ইতিমধ্যেই হবু কোন সোনাক্ষীও নিজের বাড়ি ‘রামায়ণ’ ছেড়ে বিয়ের ভেন্যুর দিকে রওনা দিয়েছেন | জানা গিয়েছে , সোনাক্ষী বান্দ্রা রেক্লেমেশনে রং শারদা অডিটোরিয়ামের কাছে ছাব্বিশ তলায় একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন , যার বাজার মূল্য প্রায় এগারো কোটি টাকা| সেখানেই বিয়ের পর থাকার কথা নবদম্পতির, রবিবার সেখানেই বিয়ের জন্য সই করবেন দুজনে |

error: Content is protected !!