লোকসভা ভোটের পর এবার পুরসভাগুলিকে নিয়ে বৈঠক মমতার

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: রাজ্যের পুরসভাগুলির কাজ খতিয়ে দেখতে ফের বৈঠক। আগামী সোমবার এই বৈঠক ডাকলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার পুর দফতর থেকে জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, পুরুলিয়ার ঝালদা ও নদিয়ার তাহেরপুরকে বাদ দিয়ে রাজ্যের বাকি সব পুরসভার চেয়ারম্যানদের ওই বৈঠক হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য পুরুলিয়ার ঝালদা জিতেছিল কংগ্রেস আর তাহেরপুর এখনও সিপিএমের দখলে। অভিযোগ, বিরোধীদের হাতে থাকার কারণে এই দুটি পুরসভাকে সোমবারের বৈঠক থেকে বাদ দেওয়া হয়েছে। এই অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।

লোকসভা ভোট মেটার পরেই তৃণমূল স্তরে কোথায় ভুল হয়েছে, তা খতিয়ে দেখতে এর আগে একাধিক বৈঠক করেছেন তৃণমূল নেত্রী। পুরসভার এই বৈঠককে তারই অঙ্গ হিসাবে দেখা হচ্ছে। কারণ, লোকসভা ভোটের ফলে ভিত্তিতে পরিসংখ্যানে দাবি করা হয়েছে, রাজ্যের ১২১টি পুরসভার মধ্যে ৬৯টিতে এগিয়ে রয়েছে বিজেপি। দু’টিতে এগিয়ে কংগ্রেস।