কলকাতায় আন্তর্জাতিক যোগ দিবস

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ২১ জুন অনুষ্ঠিত হল আন্তর্জাতিক যোগ দিবস। যোগাসনকে দৈনন্দিন জীবনের সঙ্গী করার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্ব যোগ দিবসে কাশ্মীরের শ্রীনগরে ডাল লেকের ধারে এক অনুষ্ঠানে যোগ দিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে যোগাসনের তাৎপর্য ব্যাখ্যা করেন প্রধানমন্ত্রী।

তারই সূত্র ধরে কলকাতায় ‘ কালচার অ্যান্ড লিটারেলি ফোরামের ‘ উদ্যোগে অনুষ্ঠিত হল যোগ শিবির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি জিতেন্দ্র তেওয়ারি। তিনি বলেন যে – সকল মানুষের মনের বিকাশ এবং সুস্থ চিন্তা নিয়ে ভালো কাজ দৈনন্দিন করার জন্য যোগ খুবই গুরুত্বপূর্ণ। চলতি বছরে যোগ দিবসের মূল বিষয় ছিল নিজের ও সমাজের জন্য যোগাসন। কেন্দ্রের একাধিক মন্ত্রী দেশের বিভিন্ন জায়গায় যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেন।

error: Content is protected !!