📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: নব্বইয়ের দশকে সোভিয়েত ইউনিয়নের পতনের পর বিশ্ব এক মেরুকেন্দ্রিক হয়ে পড়েছে। সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকা। গোটা বিশ্বের উপর কার্যত ছড়ি ঘোরায় তারা। তারাই বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতির অধিকারী।সব দেশ অবশ্য আমেরিকার এই ‘একার রাজত্ব’ মানতে রাজি নয়। নিজেদের মতো করে শক্তি বৃদ্ধি করে চলেছে তারা। আমেরিকার সমান না হলেও শক্তিশালী হিসাবে বর্তমানে একাধিক দেশের নাম উঠে এসেছে।
অনেকের মতে, বিভিন্ন দেশের ক্রমাগত শক্তিবৃদ্ধির ফলে বিশ্ব ক্রমে দ্বিমেরুকেন্দ্রিক কাঠামোর দিকে এগিয়ে চলেছে। আমেরিকা এখন আর একা নয়, শক্তি বৃদ্ধি করে তার প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছে চিন। ভারত, ফ্রান্স, ইটালি, জাপান, জার্মানি, রাশিয়ার মতো দেশগুলিও খুব পিছিয়ে নেই।আন্তর্জাতিক এই রাজনীতির ক্ষেত্রে ভারতের নীতি বরাবরই নিরপেক্ষ। যে কোনও বিতর্কেই ভারত এই অবস্থান নিয়ে থাকে। কোনও একটি দেশের প্রতি একতরফা সমর্থন বা একতরফা বিরোধিতা ভারত করে না।গত কয়েক দশকে আমেরিকার পাশাপাশি শক্তিশালী দেশ হিসাবে একাধিক নাম উঠে এলেও অনেকেই এ ক্ষেত্রে চিনকে একক ভাবে আমেরিকার প্রতিদ্বন্দ্বী মেনে নিয়েছে। এই মুহূর্তে বিশ্বের দ্বিতীয় শক্তিশালী অর্থনীতির অধিকারী তারা। আমেরিকার ঠিক পরেই।