📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: চোখের অস্ত্রোপচার করতে হাসপাতালে ভর্তি হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিকালে নিউটাউনের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, তৃণমূল সুপ্রিমোর ইমম্যাচিওরড ছানি অপারেশন হবে।
গত বুধবার ওই হাসপাতালেই গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। চিকিৎসকরা তাঁকে অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছিলেন। সেইমতো শুক্রবার বিকালেই সেখানে পৌঁছে গিয়েছেন তিনি। যদিও কবে, কখন অপারেশন হবে তা জানা যায়নি। মুখ্যমন্ত্রীর দফতর সূত্রেও এবিষয়ে কিছু জানানো হয়নি।
এর কয়েকদিন আগেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার হয়েছিল। এবার চোখের চিকিৎসা করাতে হাসপাতালে ভর্তি হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

