অরবিন্দ কেজরিওয়ালের জামিনের নির্দেশে স্থগিতাদেশ দিল্লি হাইকোর্টের

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে জামিনের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল্লি হাইকোর্টের । বৃহস্পতিবারই দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত কেজিরওয়ালের জামিনের আবেদন মঞ্জুর করে । কিন্তু, সেই রায়কে চ্যালেঞ্জ করে শুক্রবার দিল্লি হাই কোর্টে আবেদন করেছিল ইডি । সেই আবেদনে সাড়া দিয়ে এদিন আপ নেতার জামিনে স্থগিতাদেশ দেয় দিল্লি হাইকোর্ট । তবে, শুনানির পর রায় স্থগিত রাখা হয়েছে ।

শুক্রবার বিচারপতি সুধীরকুমার জৈন এবং বিচারপতি রবীন্দ্র দুদেজার বেঞ্চ জানিয়েছে, আগামী ২-৩ দিনের মধ্যে এই সংক্রান্ত পরবর্তী নির্দেশ দেওয়া হবে । সেই রায় ঘোষণা না হওয়া পর্যন্ত জামিনের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করা হয়েছে ।

আবগারি দুর্নীতি মামলায় ২১ মার্চ গ্রেফতার করা হয়েছিল ED। লোকসভা নির্বাচনের সময় অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছিলেন তিনি। এরপর ফের তিনি জেলে গিয়েছিলেন। তারপর বৃহস্পতিবার দিল্লির রাউস অ্য়াভিনিউ আদালত তাঁর জামিন মঞ্জুর করে। এরপর শুক্রবার সকালে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করে ED।