ভঙ্গুর সংগঠন নিয়েই, যোগ দিবসে বিজেপি

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বিশ্ব যোগ দিবস উপলক্ষে গতকাল কাশ্মীরের শ্রীনগর থেকে দেশবাসীকে যোগ ব্যায়ামের গুরুত্ব বুঝিয়েছে দেশের প্রধানমন্ত্রী। রাজ্য জুড়ে, যোগ দিবস পালন করার আহ্বান জানিয়েছিল রাজ্যের প্রধান বিরোধী দল। তবে এই কর্মসূচি পালন করতে গিয়ে, দক্ষিণ কলকাতা জেলা বিজেপির কঙ্কালসার চেহারা আবার সামনে চলে এলো।

এই দিন সকাল বেলা দক্ষিণ কলকাতা বিজেপির যুব মোর্চার উদ্যোগে যোগ দিবসের আয়োজন করা হয়, অনুষ্ঠানে উপস্থিত বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী এবং যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খান সহ উত্তর ও দক্ষিন কলকাতার বিজেপি সভাপতি তমোঘ্ন ঘোষ ও অনুপম ভট্টাচার্য। তবে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন মেরে কেটে ৩০ থেকে ৪০ জন বিজেপি কর্মী সমর্থক। আবার বিকালে দেখা যায় বিজেপির দক্ষিণ কলকাতা মহিলা মোর্চার সভানেত্রী -কে মাত্র ৮ জন সমর্থক নিয়ে দলীয় অফিসে কোনক্রমে যোগ দিবসের কর্মসূচি পালন করতে। এই ঘটনায় গেরুয়া শিবিরের অন্দরেই এবার নেতৃত্বের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

error: Content is protected !!